ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধে সয়লাব হয়ে গেছে মফস্বলের ফার্মেসিগুলো। এসব ভেজাল ও নকল ওষুধ ব্যবহার করে দেশের বিপুলসংখ্যক মানুষ অসুস্থতায় আরোগ্য লাভের পরিবর্তে নতুন করে স্বাস্থ্যগত জটিলতায় পড়ছে। ওষুধের বাজারে পর্যাপ্ত তদারকি ও নজরদারি না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে একশ্রেণীর ওষুধ ব্যবসায়ী ভেজাল, নকল ও মেয়াদোক্তীর্ণ ওষুধ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মফস্বলের ফার্মেসিগুলোয় ছড়িয়ে পড়েছে ভেজাল ও নকল এসব ওষুধ। এ ছাড়া সরকারি হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধও...

